আমতলী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পিপিই

আমতলী হাসপাতালের চিকিৎসক ও নার্সদের পিপিই

করোনাভাইরাস থেকে সুরক্ষায় বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের মাঝে পিপিই হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারীর কাছে পিপিইগুলো হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডাঃ শাহাদত হোসেন, ডাঃ ইমদাদুল হক চৌধুরী, আওয়ামীলী নেতা মোঃ কামাল গাজী, জুয়েল মৃধা, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আঃ সোবাহান লিটন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ নুহুউল আলম নবীনসহ অন্যান্য চিকিৎসক ও সাংবাদিকরা।

উল্লেখ্য গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান করোনায় সুরক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিসৎক ও নার্সদের পিপিই কেনার জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান প্রদান করেন। সেই অনুদানের টাকা দিয়ে এই পিপিইগুলো কেনা হয়েছে।