আমতলীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

“মুজিববর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো" এ শ্লোগানকে সামনে "ইলিশ সম্পদ উন্নয়ন" প্রকল্পের উদ্যোগে বরগুনার আমতলী পায়ড়া (বুড়িশ্বর) নদীতে অভিযান চালিয়ে ১৪,৫০,০০০ টাকা মূল্যের জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদারের নেতৃত্বে আমতলী থানা পুলিশের সহায়তায় বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক তানভির আহমেদ ও মিল্টন চাকমা উপস্থিতিতে পায়রা (বুড়িশ্বর) নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩টি বেহুন্দি জাল, ১৮টি চরগড়া জালসহ ২৭,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ১৪,৫০,০০০ টাকা।
জব্দকৃত জালগুলো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক তানভির আহমেদ ও মিল্টন চাকমা উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আমতলী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।