আমতলীতে ইটভাটা শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামে তালুকদার ব্রিকসের উদ্যোগে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার তালুকদার ব্রিকসের স্বত্বাধিকারী আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম তালুকদারের তার ব্যক্তিগত উদ্যোগে ওই ব্রিকসের ১৫০ জন শ্রমিক পরিবারের জন্য (১৫ দিনের) খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ বিষয়ে তালুকদার ব্রিকসের স্বত্বাধিকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম তালুকদার মুঠোফোনে বলেন, শ্রমিকরা তাদের পরিবার নিয়ে গত ৬ মাস আমার ব্রিকসে কাজ করেছেন। কাজ শেষে আজ তারা তাদের পরিবারবর্গ নিয়ে নিজ নিজ বাড়ি চলে যাচ্ছেন। তারা এখন কর্মহীন, তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের পরিবারের জন্য ১৫ দিনের খাদ্য সহায়তা দিয়েছি। প্রতি বছরই আমি এভাবে শ্রমিকদের সহায়তা দিয়ে থাকি।