আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ আটক

আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ আটক


চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে গাঁজা ও  ইয়াবাসহ  চিহ্নিত তিন মাদক কারবারী মোঃ ইউছুফ (৩২), মোঃ স্বপন মিয়া (২২) ও মোঃ শিপন মিয়াকে (৩৪) আটক করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে মাদক কারবারীদের বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। 

থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে সারে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ওসি মোঃ শাহআলমের নির্দেশনায় এসআই সোহলে রানা ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর গোছখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারী মোঃ ইউছুফ ও মোঃ স্বপন মিয়াকে গাঁজা বেচাকেনা করার সময় আটক করে। এসময় তাদের শরীর তল্লাশি করে ২’শত ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। প্রাাথমিক জিজ্ঞাষাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। 

অপরদিকে বৃহস্পতিবার রাতে অপর একটি অভিযানে আমতলী থানার এসআই আবুল বাশার আমতলী পৌরশহরের ফায়ার সার্ভিস ষ্টেশনের সম্মুখ থেকে চিহ্নিত মাদক কারবারী মোঃ শিপন মিয়াকে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশী করে ৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
   
আটককৃত তিন মাদক কারবারীর বিরুদ্ধে আমতলী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

আজ (শুক্রবার) দুপুরের পরে আটককৃতদের তিন কারবারীকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। 

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, আটককৃত তিন মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠারো হয়েছে।