আমতলীতে বে-সরকারী সংস্থা পদেক্ষপ অফিস থেকে তিন লক্ষ টাকা চুরি

বরগুনার আমতলীতে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উপজেলা অফিসে চুরির ঘটনা ঘটেছে। এতে তিন লক্ষ টাকা খোয়া গেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
গতকাল (৬ ডিসেম্বর) দিবাগত মধ্য রাতে আমতলী পৌর শহরের সরকারী একে স্কুল সংলগ্ন ইউনিক স্পেশালাইটস হাসপাতালের পিছনে বে-সরকারী সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের অফিসের জানালার গ্রীল কেঁটে ভিতরে প্রবেশ করে চোরেরা ওই চুরির ঘটনা ঘটায়।
ওই অফিসের হিসাব রক্ষক মিল্টন বাড়ৈ আজ বুধবার সকাল ৮ টার দিকে অফিসের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় টেবিলের ড্রয়ার ও ইস্টিলের আলমিরার দরজা ভাঙ্গা এবং কাগজপত্র সব অগোছালো। এরপর তিনি অন্যান্য অফিস স্টাফদের খবর দেয়।
ওই আলমিরাতে অফিস থেকে গ্রাহকদের নেয়া লোনের কিস্তির তিন লক্ষ চার হাজার ছয় শত উনিশ টাকা রক্ষিত ছিলো।
পদক্ষপ জোনাল অফিসের কর্মকর্তা (পটুয়াখালী) খন্দকার আবুল বাশার চুরির সংবাদ পেয়ে আমতলীতে এসে অফিসটি পরিদর্শন করেন।
পদেক্ষপ আমতলী অফিস ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাতে যে কোন সময় সংঘবন্ধ চোরের দল অফিসের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ইস্টিলের আলমিরার দরজা ভেঙ্গে নগদ ৩ লক্ষ ৪ হাজার ৬১৯ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল