আমরা ইউক্রেন থেকে দুইদিন হেঁটে পোল্যান্ডে এলাম

আমরা ইউক্রেন থেকে দুইদিন হেঁটে পোল্যান্ডে এলাম

ইউক্রেন থেকে ইয়েমেনি ছাত্রদের একটি দল দুই দিন হেঁটে পোল্যান্ডে পৌঁঁছেছেন। তারা বলেছেন, তারা ৪০ কিলোমিটার হেঁটেছেন। 

ইউক্রেন ও পোল্যান্ডের মধ্যবর্তী মেডিকা সীমান্তে তাদের মতো আসা সবাই খুবই ভীত ছিলেন। তারা যুদ্ধের দৃশ্য বর্ণনা করেছেন। 

আহমেদ ওমর নামের একজন বলেছেন, ‘ইউক্রেনের পরিস্থিতি শোচনীয়, কারও জন্য কোনো করুণা নেই। যুদ্ধে নারী ও শিশুরা কঠিন পরিস্থিতিতে পড়েছে।’  

তার বন্ধু মো. আব্দেল আজিজ যোগ করেন যে, ‘ইউক্রেনীয় জনগণ খুবই দয়ালু। তবে এটি সর্বদা এমনই হয় যে, নৃশংস শক্তির জয় হয়।’ 

পাভেল নামের পোল্যান্ডের এক নাগরিক শরণার্থীদের জন্য বিনামূল্যে যাত্রার ব্যবস্থা করেছেন। তিনি এমন বার্তাসহ একটি কার্ডবোর্ডের চিহ্ন বহন করছেন। তিনি বলেন, অনেক লোক আছে যাদের সাহায্যের প্রয়োজন আছে।  

সূত্র : বিবিসি


পিআর/বিপি