আর নেই ফাদার টিম

আর নেই ফাদার টিম

নটরডেম কলেজের সাবেক অধ্যক্ষ রিচার্ড উইলিয়াম টিম (ফাদার টিম) আর নেই। তিনি শুক্রবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের সাউথ বেন্ডে হলিক্রস হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফাদার টিম ১৯২৩  সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার নটর ডেম কলেজের প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন। ১৯৭০-৭১ সালে এই কলেজের ষষ্ঠ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ফাদার টিম বাংলাদেশের শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন। তিনি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন। সমাজ উন্নয়নেও তার অনেক অবদান ছিল। শিক্ষা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় তিনি রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন।

ফাদার টিম ১৯৫২ সালে ঢাকায় আসেন। তারপর প্রায় ৭ দশক ঢাকায় ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৭ বছর।


ভোরের আলো/ভিঅ/১২/২০২০