আরও ২ বছর স্বাস্থ্যের ডিজি খুরশীদ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে বর্তমান ডিজি আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও দুই বছর মেয়াদে চুক্তি ভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে ইতিমধ্যে চুক্তি ভিত্তিতে নিয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে একই পদে আবার নিয়োগ দেওয়া হলো।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৬ জুলাই থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি পদে আছেন আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তার চাকরির নিয়মিত মেয়াদ ছিল ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হলো।