আরও ৩১ উত্ত্যক্তকারী আটক

আরও ৩১ উত্ত্যক্তকারী আটক

হাতিরঝিল থানা পুলিশ হাতিরঝিল লেক ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালিয়ে সোমবার রাতে সাধারণ মানুষকে উত্ত্যক্তকারী ৩১ জনকে আটক করেছে। একটি মোটরসাইকেল জব্দ করা হ‌য়ে‌ছে।

এ পর্যন্ত মোট ১০২ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার বিকেল চারটা  থেকে রাত আটটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে গণ উপদ্রব ও অহেতুক হইচই করার অপরাধে ডিএমপি অরডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদের শর্তসাপেক্ষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হ‌য়ে‌ছে।

গত ২৬ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইং পরিচালিত ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিল এলাকায় বেড়াতে আসা সাধারণ মানুষ কতিপয় কিশোর কর্তৃক নানাভাবে উত্ত্যক্তের শিকার হচ্ছেন।

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে নির্দেশনা দেওয়ার পর ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও পার্শ্ববর্তী এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বিনোদন প্রত্যাশী মানুষের আনন্দ উদযাপন‌কে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ কর‌তে ও যে কো‌নো প্রকার হয়রা‌নি থে‌কে মুক্ত রাখ‌তে এ অভিযান প‌রিচা‌লিত হ‌চ্ছে।


ভোরের আলো/ভিঅ/০২/০২/২০২১