ইউক্রেন যুদ্ধ চলতে পারে আরও এক বছর

ইউক্রেন যুদ্ধ চলতে পারে আরও এক বছর

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেনের যুদ্ধের এখনও কিছু পথ বাকি আছে। রেডিও স্টেশন এলবিসি-তে কথা বলার সময় তাকে জিজ্ঞাসা করা হয়, চলমান সংঘাত আরও ১২ মাস চলবে কি-না। জবাবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি মনে করি আমরা আরও ১ বছর এই ‍যুদ্ধ দেখতে পাব।’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘রাশিয়া সম্পূর্ণ অবজ্ঞা দেখিয়েছে। শুধুমাত্র ইউক্রেনের জনগণের জীবন নিয়ে নয়, রাশিয়ার সেনাদের জীবন নিয়েও।’ তিনি বলেন, বিপর্যকর ভুল হিসেব এবং পুতিনের আগ্রাসনের ফলে ১ লাখ ৮৮ হাজার রুশ সেনা হতাহত হয়েছে। যখন কেউ সীমা লঙ্ঘন করে এবং মনে করে নিজেদের জনগণের ওপর এটা করা ঠিক আছে; তখন আমার মনে হয়, তিনি থামতে প্রস্তুত না।

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো প্রসঙ্গে বেন ওয়ালেস বলেন, এ বিষয়ে ইতোমধ্যে কথা হয়েছে। আমি মনে করি, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে মিগ-২৯এস সরবরাহ করতে যাচ্ছে।