ইউক্রেনে অস্ত্র সরবরাহের গতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনসহ মিত্রদের কাছে অস্ত্র সরবরাহের গতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে এরইমধ্যে উদ্যোগী হয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকেই মিত্রদের কাছ থেকে এ সংক্রান্ত আবেদন বাড়ছে। ফলে নতুন অস্ত্র বিক্রির বর্ধিত চাহিদা এবং মার্কিন মিত্রদের কাছ থেকে অস্ত্র হস্তান্তরের অনুরোধের প্রতিক্রিয়া জানাতে কাজ করছে একটি বিশেষ ‘রেপিড রেসপন্স টিম’। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলছে, মিত্র দেশগুলোর অনুরোধকে অগ্রাধিকার দেওয়ার সময় সংশ্লিষ্ট যাবতীয় বিষয়াদির সমন্বয় করে দ্রুত সাড়া দিতেই এই রেপিড রেসপন্স টিমেকে পুনরুজ্জীবিত করা হয়েছে।