ইউক্রেনে হামলার মধ্যেই রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠক

ইউক্রেনে হামলার মধ্যেই রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠক

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তান সরকারের এক বিবৃতির বরাত দিয়ে শুক্রবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান খান রুশ প্রেসিডেন্টের সঙ্গে এ সাক্ষাৎ করেন। একসঙ্গে বসে তাদের দুজনের বৈঠক করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

রুশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে ইমরান খানের মস্কো সফরকে ‘ওয়ার্কিং ভিজিট’ বা রাষ্ট্রিয় কাজে সফর বলে বর্ণনা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। দক্ষিণ এশিয়ার উন্নয়নসহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।

ইমরান খানের রাশিয়া সফরের আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতা আঞ্চলিক উন্নয়ন, আফগানিস্তান, ইসলামফোবিয়া ও একটি গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের বিষয়ে আলোচনা করবেন।


পিআর/বিজি