ইউক্রেনের আকাশে উড়ছে দেশটির যুদ্ধবিমান

ইউক্রেনের আকাশে বাধাহীন এবং মন্থরভাবে দেশটির যুদ্ধবিমান উড়ছে। দেশটিতে অবস্থানকারী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের রিপোর্টিং টিম এমন দৃশ্য দেখেছেন।
ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গোয়েন্দারা তাদের দৈনন্দিন আপডেটে দাবি করে আসছে, ইউক্রেনের আকাশসীমায় রাশিয়া ‘প্রবল আধিপত্য’ বিস্তার করতে সক্ষম হয়নি।
সিএনএনের টিম বলছে, তাদের দেখা দৃশের সঙ্গে পশ্চিমা গোয়েন্দা তথ্যের মিল রয়েছে।
খবরে বলা হয়েছে, সিএনএনের একটি টিম শনিবার ইউক্রেন সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কয়েকটি এলাকায় ভ্রমণ করেছেন। এই এলাকায় কয়েকশ কিলোমিটারের মধ্যে আকাশের নিম্নসীমায় তারা ইউক্রেনের যুদ্ধবিমান উড়তে দেখেছেন।
টিমের সঙ্গে ভ্রমণকারী একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, যুদ্ধবিমানগুলো খুব বেশি গতিতে উড়ছিল না। এর অর্থ- বিমানগুলো আক্রমণে ব্যবহৃত হচ্ছিল না।
একই ইউনিট বুধবার মধ্য ইউক্রেনের ভিনিসিয়ায় দ্রুত গতিতে রকেট সংযুক্ত ইউক্রেনের যুদ্ধ হেলিকপ্টার এমআই-৮ উড়তে দেখেছেন।