ইউক্রেনের স্বাধীনতা দিবস নিয়ে রাশিয়াকে হুমকি

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়া হামলা চালালে শক্তিশালী পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডাকে নিয়ে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, পাল্টা পদক্ষেপ বাড়বে এবং তা আরও শক্তিশালী হবে।
এসময় ডুডা বলেছেন, জেলেনস্কি ও ইউক্রেনীয়রা তাদের দেশের অখণ্ডতার জন্য লড়াই করছে।
জেলেনস্কি আশঙ্কা করছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসের উদযাপনে রাশিয়া নোংরা কিছু করার চেষ্টা করতে পারে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসার দিনটিকে ইউক্রেন স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে আসছে।
ইউক্রেনের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে ইউক্রেনীয় বেসামরিক ও সরকারি স্থাপনায় রাশিয়ার হামলা আসন্ন বলে সতর্ক করেছে। দূতাবাস মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে।
এই বিবৃতির পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা বলেছেন, বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভে রুশ হামলার আশঙ্কায় বেসামরিক মানুষ রাজধানী ছাড়ছেন।