ইউপি নির্বাচন, বাকেরগঞ্জ আ.লীগ প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন বিতরণ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর মাঝে নৌকা প্রতীকের মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বরিশাল শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাতে সকল প্রার্থীদের উপস্থিতিতে দলীয় মনোনয়ন পত্র হস্তান্তর করেন। এসময় বাকেরগঞ্জ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ভরপাশা ইউনিয়নে আশ্রাফুজ্জামান খান খোকনকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র প্রদান করা হয়। এ ছাড়া চরামদ্দি, চরাদী, দাড়িয়াল, দুধল, দুর্গাপাশা, ফরিদপুর, কবাই, নলুয়া, কলসকাঠী, গারুড়িয়া, রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর ও নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থীরা এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, বরিশাল জেলার ৯টি উপজেলায় প্রথমধাপে ৫০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১১ এপ্রিল। বরিশালে ইতিমধ্যে ৫০টি ইউনিয়নে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ১০টি ইউনিয়নে নতুন মুখ বেঁছে নিয়েছে তারা। অপর ৪০টি ইউনিয়নে পুরনোদের উপরেই ভরসা রেখেছে আওয়ামী লীগ।