ইব্রার জোড়া গোলে দুর্দান্ত জয় মিলানের

ইব্রার জোড়া গোলে দুর্দান্ত জয় মিলানের

ইতালিয়ান সিরি ‘আ’র প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে এসি মিলান। এ জয়ের ফলে ২০১৭-১৮ মৌসুমের পর এবারই প্রথম আসরের প্রথম ম্যাচে জয়ের দেখল ক্লাবটি।

সোমবার রাতে নিজেদের ঘরের মাঠে বলোনিয়ার বিপক্ষে এ জয়ে দুইটি গোলই করেছেন সুইডিশ তারকা জ্বলাতান ইব্রাহিমোভিচ। 

ম্যাচের ৩৫ মিনিটের সময় দুর্দান্ত এক হেডারে প্রথম গোলটি করেন ইব্রাহিমোভিচ। থিও হার্নান্দেজের ক্রসে হেডটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের সময় পেনাল্টি থেকে ম্যাচের দ্বিতীয় ও শেষ গোল করেন এ সুইডিশ তারকা ফরোয়ার্ড।
বয়স এখন ৩৮ হয়ে যাওয়ায় গোল দুইটি কম হয়েছে বলে মনে করেন ইব্রাহিমোভিচ। তিনি যদি এখন ২০ বছরের তরুণ হতেন, তাহলে ম্যাচটিতে চার গোল হতে পারতো বলে মন্তব্য করেছেন এ ক্ষ্যাপাটে স্ট্রাইকার।


ভোরের আলো/ভিঅ/২২/২০২০