ইভ্যালি সিইও রাসেলের বাসায় র‌্যাবের অভিযান

ইভ্যালি সিইও রাসেলের বাসায় র‌্যাবের অভিযান

ই-কমার্স সাইট ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের মোহাম্মদপুরের বাসায় অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এই অভিযান শুরু করে র‌্যাব-২ এর সদস্যরা।

তবে যোগাযোগ করা হলে র‌্যাব সদরদপ্তর অভিযানের বিষয়টি তাৎক্ষণিক নিশ্চিত করেনি।

এর আগে প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাতের অভিযোগে রাসেল ও তার স্ত্রী নাসরিনের বিরুদ্ধে মামলা করেন এক গ্রাহক।

বুধবার গভীর রাতে গ্রাহক আরিফ বাকের গুলশান থানায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন।

এর আগেও প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগে ইভ্যালি সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে কয়েকটি জেলায় মামলা হয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে মাত্র আড়াই বছরের মাথায় সরবরাহকারী কোম্পানি ও গ্রাহকদের কাছে ৫৪৩ কোটি টাকার দায়ে পড়েছে ইভ্যালি। এত অল্প সময়ে এই বিপুল টাকা কোথায় গেল, তার হদিস এখনো মেলেনি।

আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত জুলাই মাসে দুদকের আবেদনে ইভ্যালির শীর্ষ কর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে আদালত।