ইমামকে কুপিয়ে হত্যা

ইমামকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক ইমামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আজিম উদ্দিন (৫৫) উপজেলার বেলদিয়া গ্রামের শেখ মজরত আলীর ছেলে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান। তিনি বলেন, শনিবার রাতে ওই এলাকার সাধুয়া-নিগুয়ারি খালের পাশে তাকে হত্যা করা হয়।

তিনি প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, প্রতিদিনের মত আজিম উদ্দিন এলাকার সাধুয়া মসজিদে এশার নামাজে ইমামতি করে বাড়ির দিকে রওনা হন। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। তার শরীরে পাঁচ-ছয়টি কোপের চিহ্ন রয়েছে।

এসময় কে বা কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেননি বলেও জানান তিনি। ওসি বলেন, ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজিম উদ্দিন। পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।