ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৭

ইরানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৮ জুন) দেশটির পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ট্রেনে ৩৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা সংকটাপন্ন।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশটির মরুভূমি শহর তাবাসে ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। শহরটি রাজধানী তেহরান থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। তাবাস শহরের ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
ইরানের রেলওয়ের একজন কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ’কে বলেছেন, ট্রেন লাইনের কাছে একটি খনন যন্ত্রের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এরপরই ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।
কর্মকর্তারা জানান, ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারসহ উদ্ধারকারী টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের মধ্যে ১৬ জনের অবস্থা সংকটাপন্ন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।