ইয়াসে উত্তাল বঙ্গোপসাগর

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। বুধবার দুপুর নাগাদ ভারতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে।
এদিকে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গোপসাগর উপকূলে পড়তে শুরু করেছে। জোয়ারের চেয়ে বৃদ্ধি পেয়েছে পানি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র উপকূল।