ইয়ুথ প্লান ফর সোসাইটির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি চলছে

ইয়ুথ প্লান ফর সোসাইটি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিক ভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘদিন এ আয়োজন চলছে।
বৃক্ষরোপণ উদ্যোগ হাতে নেওয়া হয়েছিল (১ আগষ্ট)। যার শুভ উদ্বোধন করেন, বরিশালের জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান।
আজ শনিবার (২৪ আগস্ট) ও দিনভর প্রায় ৮ (আট) শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
এগুলোর মধ্যে এ কদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়, শেরে বাংলা দিবা নৈশ মাধ্যমিক বিদ্যালয়,মমতাজ মজিদুন্নেসা বালিকা মাধ্যমিক বিদ্যালয়,৭৮ নং আদর্শ মাতৃমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ইয়ুথ প্লান ফর সোসাইটির সভাপতি এইচ,এম আল-আমিন এর ধারণা গাছপালা লাগালে প্রাকৃতিক সুন্দর্য, জলবায়ু ও আবহাওয়ার ভারসাম্য রক্ষা পাবে। কার্বনডাইঅক্সাইড একটি বৈশিক সমস্যা তা রোধে সহায়তা করবে। মাসব্যাপী বৃক্ষরোপন কর্সূচিতে ইয়ুথ প্লান ফর সোসাইটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা ও উপস্থিত ছিলেন।