ঈদে নৌপথে বাড়ি ফেরা নিরাপদ করতে ৮ নির্দেশনা

করোনাকালে ঈদে নৌপথে বাড়ি ফেরা নিরাপদ করতে ৮ নির্দেশনা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশালে বিআইডব্লিউটি’এ এবং লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ওই নির্দেশনা দেওয়া হয়।
গত মঙ্গলবার বিকেলে কোতয়ালী মডেল থানায় মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকারসহ লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, করোনা সংক্রামণের বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি লঞ্চে জীবানুনাশক স্প্রেসহ টানেল স্থাপন, সিসি ক্যামেরা আওতায় আনা, যাত্রীদের মধ্যে শারীরিক দূরত্ব বজায় রাখা, যাত্রীদের নিজ নিজ ডান দিক দিয়ে চলাচল বাধ্যতামূলক করা, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও বয়ার ব্যবস্থা করা, সতর্কতার সঙ্গে নৌযান চালনা, লঞ্চের মধ্যে মাইকের ব্যবস্থা করা এবং নদী বন্দরের পন্টুনে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিমের ব্যবস্থা করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকল দপ্তরে জানিয়ে দেয়া হয়েছে।