ঈদের আনন্দ যেন দুঃখ বয়ে না আনে

ঢালিউড সুপারস্টার শাকিব খান ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তার মাধ্যমে করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্যাপনের আহ্বানও জানান তিনি।
ভিডিও বার্তায় শাকিব খান বলেন, ‘দেশ ও দেশের বাইরের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতির কারণে যে যেখানে আছি সেখানে থেকে সাবধানতা মেনে ঈদ উদ্যাপন করি। ঈদ আনন্দে আমাদের প্রয়োজন দায়িত্বশীল আচরণ। কঠিন পরিস্থিতি হলেও সুস্থভাবে বেঁচে থাকা হোক এবারে ঈদ উদ্যাপনে আমাদের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন দুঃখ বয়ে না আনে, সেদিকটায় আমাদের খেয়াল রাখতে হবে। নিজের ও পরিবারের প্রতি যত্নবান আর সতর্ক থাকতে হবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ঈদ মোবারক।’
শাকিব খান সর্বশেষ ‘অন্তরাত্মা’ সিনেমায় কাজ করেন। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পায়নি। ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।