উজিরপুরে আ. লতিফ মৃধার মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

উজিরপুরে আ. লতিফ মৃধার মৃত্যুতে আবুল হাসানাত আবদুল্লাহর শোক

উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাবেক সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল লতিফ মৃধা আর নেই। ইন্নালিল্লাহি... রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আবদুল লতিফ মৃধা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধার পিতা।

বৃহষ্পতিবার দুপুর দুইটায় বার্ধক্যজণিত কারণে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আবদুল লতিফ মৃধার মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বাক মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ ছাড়াও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জমাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উজিরপুর পৌরসভার মেয়র গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চুসহ আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা।