উজিরপুরে গোস্ত বিক্রি নিয়ে এক ব্যবসায়ীর হামলায় আর এক ব্যবসায়ী আহত

উজিরপুরে গোস্ত বিক্রি নিয়ে এক ব্যবসায়ীর হামলায় আর এক ব্যবসায়ী আহত

 

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বাসস্ট্যান্ডে গরুর গোস্ত বিক্রি করা নিয়ে এক গোস্ত ব্যবসায়ীর হামলায় আর এক গোস্ত ব্যবসায়ী আহত হয়েছে এবং দের লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে  । আহত গোস্ত ব্যবসায়ী উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । 

বৃহস্পতিবার  ৩০ শে মার্চ দুপুরে এ ঘটনা ঘটে। স্হানীয় ও আহতর পরিবারদের অভিযোগ সুত্রে জানা যায় জয়শ্রী বাসস্ট্যান্ডে সানুহার গ্রামের মৃত মো: সিদ্দিক জমাদ্দারের পুত্র আব্দুল হান্নান জমাদ্দার (৩৪) এবং ভরসাকাঠী গ্রামের সন্ত্রাসী আব্দুল বারেক (৫০)  জয়শ্রী বাস স্ট্যান্ডে গরু জবাই দিয়ে গরুর গোস্ত বিক্রি করেন । 

জয়শ্রী গ্রামের মো: অলিউল ভুইয়া, ব্যবসায়ী আব্দুল হান্নান জমাদ্দারের কাছ থেকে গোস্ত কিনে নিয়ে যায়। এনিয়ে সন্ত্রাসী আব্দুল বারেক তার কর্মচারীদের নিয়ে দেশীয় তৈরি ধারালো অস্ত্র হাতে নিয়ে  হান্নান জমাদ্দারকে ডেকে নিয়ে অলিউলের কাছে গোস্ত বিক্রি করেছ কেন এনিয়ে বাকবিতন্ডায় এক পর্যায় হান্নান জমাদ্দারের উপর হামলা চালায় । হামলায় হান্নান জমাদ্দার মাথায় ও নাকের উপর রক্তাক্ত জখম হয়। স্হানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন। 

আহত হান্নান জমাদ্দার বলেন আমি অলিউলের কাছে গোস্ত বিক্রি করায় আমাকে ডেকে নিয়ে মারধর করে এবং দের লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত  থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগের প্রস্তুতি চলছে ।