উজিরপুরে জমে ওঠেনি ঈদ বাজার

ঈদুল আজহার বাকি আর মাত্র দুদিন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ও সাম্প্রতিক বন্যার প্রভাবে উজিরপুরে জমে ওঠেনি ঈদ বাজার। পোশাক বাজারে আসছে না ক্রেতা। আর তাই এবার কোরবানির ঈদেও ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।
সরেজমিন দেখা গেছে, উজিরপুরের পোশাক বাজারে নেই ক্রেতাদের ভিড়।
এখানকার একজন গার্মেন্টস ব্যবসায়ী জানান, মহামারী করোনার প্রভাবে এবং সাম্প্রতিক বন্যার কারণে ঈদের মার্কেট জমে ওঠেনি।
তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরে লোকসান হয়েছে, ভেবেছিলাম এবার ঈদে ওই ঈদের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু এবারের ঈদেও অনেক লোকসান হবে।
আরেক ব্যবসায়ী বলেন, আমরা ব্যাংক লোন এনে দোকানে নতুন পোশাক উঠাই। বেচাকেনা না থাকায় লোনের টাকাও দিতে পারছিনা। দোকান বন্ধের উপক্রম হয়েছে।
এ ব্যাপারে উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বালি বলেন, গত ঈদে তাদের অনেক ক্ষতি হয়েছে দোকান বন্ধ থাকার কারণে। এবারের ঈদেও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, সরকারের কাছে আবেদন প্রণোদনা না দিলেও আমাদেরকে বিশেষ ঋণ দেওয়ার ব্যবস্থা করুন। তাহলে হয়তো আমাদের ব্যবসা টিকবে।