উজিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

উজিরপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ভাইতশালী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

 দুই ভাই-বোন ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে ইমরান (৭) ও মেয়ে আয়শা (৫)। তারা স্থানীয় নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল। 

স্থানীয় বাসিন্দা মো. সোহেল সরদার জানান, সোমবার মাদ্রাসা থেকে ফিরে ওই দুই সহোদর বাড়ির সামনে মসজিদের পুকুরঘাটে গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ পর পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় স্থানীয় শহীদ নামে এক ব্যক্তি পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে চিৎকার দেন। বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এ সময় পুকুরে আরেক শিশুর স্যান্ডেল ভাসতে দেখে লোকজন খোঁজাখুজি করে তাকেও অচেতন অবস্থায় উদ্ধার করে পাশ্ববর্তী বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুর ১টায় কর্তব্যরত চিকিৎসক ডা. জাহিদুজ্জামান দুই সহোদরকে মৃত ঘোষণা করেন। 
স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই দুই সহোদরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহিদুজ্জামান।