উজিরপুরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

উজিরপুরের ওটরার পশ্চিম কেশবকাঠিতে আজ সোমবার (২৪ জুলাই) এক বৃদ্ধা সুমিতা দাস’র (৮৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। লাশটি শেবাচিম’এ ময়না তদন্তের জন্য প্রেরন করেছে থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গতকাল (২৩ জুলাই) রাত ১০ টার দিকে সুমিতা দাস (৮৫) তার নাতনিকে নিয়ে টয়লেটে গিয়েছিল। টয়লেট থেকে আসার পর পরিবারের সবাই ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে পাশের ঘরের লোকজন ওই বৃদ্ধার ঘরের সামনে আম গাছের উপর ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে ওঠে। বৃদ্ধার ঘরের অন্যান্য সদস্যরা চিৎকার শুনে দরজা খুলে তার লাশ দেখতে পায়। সুমিতা দাসের ঘরে তার দুই পুত্র বধু আরতি দাস (স্বামী- বিপুল দাস) ও মন্ডু দাস (স্বামী- নিরঞ্জন দাস) সহ তিন নাতিন ও নাতি ছিল। বৃদ্ধার দুই ছেলে ঢাকায় চাকুরী করে। স্থানীয় চৌকিদার আব্দুর রাজ্জাক বলেন, সুমিতা দাস মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনা নিয়ে স্থানীয়দের মিশ্র প্রতিত্রিয়া রয়েছে। পুত্রবধু আরতি দাস জানান, তার শ্বাশুরি এর আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিল। স্থানীয়রা কয়েকজন বলেছেন, পুত্রবধুরা সুমিতা দাসকে প্রায়ই অত্যাচার করতো।
উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, সন্দেহ হওয়াতে লাশটি পোষ্ট মর্টেমে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বলতে পারব আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে।