উজিরপুরে মহব্বত আলী সিকদারের স্মরণে আওয়ামীলীগের শোক সভা

উজিরপুরে বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মরহুম মহব্বত আলী সিকদারের স্মরণে শোকসভা ও মাগফিরাতকামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিতহয়েছে।
শুক্রবার (৭ই আগস্ট) বড়াকোঠা ইউনিয়নআ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ হলরুমে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম বলেন, মহাব্বত আলী সিকদার ছিলেন বড়াকোঠা ইউনিয়নের শিক্ষা বিস্তারের অগ্রনায়ক। তার স্মরণে আমাদের সকলকে বড়াকোঠা ইউনিয়নের শিক্ষা বিস্তারে ব্যাপক ভাবে কাজ করতে হবে।
এ সময় ১৫ ই আগস্টের শহীদদের স্মরণেও দোয়া-মিলাদ অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াসউদ্দিন বেপারী, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার রন্টুবাইন, ৬ নং বড়াকোঠা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সহিদুল ইসলাম মৃধা, বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রীকলেজের অধ্যক্ষ আ ক ম নেছারউদ্দিনসহ বড়াকোঠা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।