উজিরপুরে শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

উজিরপুরে শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত


বরিশালের উজিরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উৎযাপিত হয়েছে। দিসবটি উদযাপন উপলক্ষ্যে সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জড়ো হতে থাকে।কাল সকাল সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহে আলম তালুকদার।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার রন্টু বাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ৬ নং বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এড. সহিদুল ইসলাম মৃধা সহ অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। আলোচনা সভা ও দোয়া-মিলাদ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত একটি শোক র‌্যালি বের হয়।
এছাড়া উজিরপুর পৌরসভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বয়স্কদের মাঝে বয়স্ক ভাতা বিতরন করা হয়। দুপুরে উপজেলার সকল মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।