উন্নয়নই একমাত্র লক্ষ্য হওয়া উচিত: আমিরুল ইসলাম খান বুলবুল

উন্নয়নই একমাত্র লক্ষ্য হওয়া উচিত: আমিরুল ইসলাম খান বুলবুল

বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল বলেছেন, উন্নয়নই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু আমদের দেশে অনেক সময়ই সেটা হয় না। আমি কোন রাজনীতি করি না। আমি রজনীতি করতেও চাই না। আমি কেবল উন্নয়নে বিশ্বাস করি। জামান সরকারও আমকে বিশ্বাস করে। তারা অর্থ সহায়তা দেয় দেশের উন্নয়নের জন্য।

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার (স্বরূপকাঠী) পূর্ব জলা ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা ও সংবর্ধনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুল।

৫ নম্বর পূর্ব জলা ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান শিক্ষানুরাগী অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রণি দত্ত জয়, জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা, পূর্ব জলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমল হালদার প্রমূখ।

সংবর্ধনা সভায় আমিরুল ইসলাম খান বুলবুল বলেন, ‘আমি জাপান সরকারের (জাইকা) অর্থায়নে বরিশালসহ সারা দেশে উন্নয়ন কাজ করে যাবার চেষ্টা করছি। এই উদ্যোগ অন্যরা তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা উন্নয়ন কাজের ফিতা কেটে কেবল বাহাবা নিচ্ছে। আমার তাতেও কোন আপত্তি নেই। হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে কতটার আমি ফিতা কাটবো। উন্নয়ন হোক, আর আপনারা ফিতা কটেন। তারপরও দেশের উন্নয়ন হোক। সাধারণ মানুষ উপকৃত হলেই আমি খুশি। তাদের আশীর্বাদ ও দোয়াই আমার একমাত্র পাথেয়।’

তিনি বলেন, স্বরূপকাঠী এবং ঝালকাঠি এলাকায় শিল্পাঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। পেয়ারা এবং আমড়া শিল্পকে টিকিয়ে রাখতে জাপান সরকারের মাধ্যমে সংরক্ষণাগার এবং জ্যাম-জ্যালি নির্মাণ প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাতে পেয়ারা এবং আমড়ার উৎপাদনের সঙ্গে জড়িত কৃষকরা তাদের ফলন নিয়ে দুশ্চিন্তায় না থাকে। একই সঙ্গে এই এলকায় সড়ক যোগাযোগ আরো সুন্দর করতে সড়ক ও সেতু নির্মাণ করা হবে। বৃদ্ধাশ্রম, শিশুপার্ক, কবরস্থান, শ্মশানঘাটসহ অবকাঠামো নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘আমি যা বলি তা করার চেষ্টা করি। আমি যা করতে পারবো না সেটার প্রতিশ্রুতি দেই না। তবে গুরুত্ব বিবেচনায় পর্যাক্রমে উন্নয়ন কাজ করতে হয়।’ এই উন্নয়ন কোন দল রাজনীতির জন্য নয়। দেশের মানুষ যাতে উপকৃত হতে পারে সেই বিবেচনায় উন্নয়ন কাজ করা হচ্ছে। যদিও অনেক রাজনীতির মানুষ এই কাজকে রাজনীতির সঙ্গে মেলানোর চেষ্টা করছে। আমি তাতে কিছু মনে করি না। দেশের মানুষ জানে আমি কোন স্বার্থের জন্য কাজ করি না। তিনি পূর্ব জলা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বহুতল ভবন নির্মাণেরও আশ্বাস দেন।

এসময় জলা ইউনিয়নের চেয়ারম্যান আশীষ কুমার বড়াল বলেন, মাদকের ছোবল থেকে জুব সমাজকে রক্ষা করতে হলে তাদের ভালো কাজের সঙ্গে যুক্ত করা দরকার। তারা যাতে নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত হতে না পারে সেজন্য সংস্কৃতি চর্চার দিকে নজর দিতে হবে। এব্যাপারেও তিনি বাংলাদেশ-জাপান ফ্রেন্ডশীপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বুলবুলের সহযোগিতা চেয়েছেন।।