উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন

উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বুধবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি শফিকুল ইসলাম জানান, আমাদের কর্মসূচিতে কয়েকজন শিক্ষকরাও অংশ নেবেন। গত ২৬ মার্চ থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে শিক্ষক সমিতির একাংশ। সরকারি ছুটি ও শবে বরাতের জন্য দুদিন কর্মসূচি স্থগিত থাকার পর গতকাল সকাল থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আবারও আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক সমিতির একাংশও এই কর্মসূচিতে অংশ নেয়। গতকাল তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।