উৎসব বোনাস ঘোষণা মধ্য দিয়ে শেষ হয়েছে ডিডাব্লিউএফ-এর নার্সিং কোর্স কারিকুলাম প্রশিক্ষণ

উৎসব বোনাস ঘোষণা মধ্য দিয়ে শেষ হয়েছে ডিডাব্লিউএফ-এর  নার্সিং কোর্স কারিকুলাম প্রশিক্ষণ
উৎসব বোনাস, পদোন্নতিসহ উদ্দিপনামূলক ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে ডিডাব্লিউএফ নার্সিং কোর্স কারিকুলামের ওপর দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা। গতকাল রোববার বিকেল পাঁচটায় ডিডাব্লিউফ নার্সিং কলেজের হল রুমে ওই সমাপনী অনুষ্ঠিত হয়। অরিয়েন্টেশন প্রোগ্রাম অন রিভাইজড অ্যান্ড আপডেটেড কারিকুলাম ফর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এক্সামিনেশন সিস্টেম অ্যান্ড কোর্স অর্ডিনেস শিরনামে দুই দিনের ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিশেষজ্ঞ রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অফ নার্সিং, মহাখালী, ঢাকার অধ্যাপক ড. মফিজ উল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের সাবেক নার্সিং বিভাগের প্রধান অধ্যাপক এবং রাজধানী নার্সিং কলেজের অধ্যাপক হরিদাস অধিকারী। সমাপনী অনুষ্ঠানে ডিডাব্লিউফ-এর চেয়ারম্যান অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম বলেন, নার্সিং পেশা এখন মর্যাদা ও সম্মানের পেশা। এই পেশার সঙ্গে যারা যুক্ত হবেন তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আর সেই জন্যই ডিডাব্লিউএফ গ্রুপের আওতায় থাকা সকল নার্সিং, মিডওয়াইফারী, ম্যাটস ও কমিউনিটি প্যারামেডিক প্রতিষ্ঠানের শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমকি পর্যায়ে নার্সিং-এর কোর্স কারিকুলামের ওপর প্রশিক্ষণ হয়েছে। পর্যায়ক্রমে সব বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে। সমাপনী অনুষ্ঠানে তিনি ডিডাব্লিউএফ-এর অধীন থাকা রাজধানী নার্সিং কলেজ, ডিডাব্লিউফ নার্সিং কলেজ, জহির-মেহেরুন নার্সিং কলেজ, মাদারিপুর ডিডাব্লিউফ নার্সিং কলেজের শিক্ষক, কর্মকর্তাদের উৎসব বোনাস দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে এই চার প্রতিষ্ঠানের বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা ও শিক্ষকের পদোন্নতি ঘোষণা করেন। এ ছাড়াও কয়েকজনের বেতন বৃদ্ধির ঘোষণা দেন। এমন ঘোষণায় উজ্জীবীত হন প্রশিক্ষণ নেওয়া কর্মকর্তা ও শিক্ষরা। জহির-মেহেরুন নার্সিং কলেজ,পটুয়াখালীর অধ্যক্ষ শামসুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, ডিডাব্লিউফ নার্সিং কলেজের অধ্যক্ষ আলেয়া পারভীন, জহির-মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেসা, ডিডাব্লিউএফ কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট, পটুয়াখালীর অধ্যক্ষ প্রফেসর পিযুস কান্তি হরি, মাদারীপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মার্গারেট সরোজিনি বিশ্বাস, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক এডমিন আবদুল্লাহ আাম মাওদুদ, রাজধানী নার্সিং কলেজের উপাধ্যক্ষ পীংকি রানী শীল, পটুয়াখালী জহির-মেহেরুন নার্সিং কলেজের কাওসার মাহমুদ, ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষক কৃষ্ণা নানী নাথ, শারমিন আক্তার। যারা পদোন্নতি পেয়েছেন তারা হলেন- ডিডাাব্লিউএফ নার্সিং কলেজের জয়েন্ট ডিরেক্টর ফিন্যান্স থেকে পদোন্নতি পেয়ে ডিরেক্টর (ফিন্যান্স,কমিউনিকেশন এন্ড অডিট) হন লিটু আহসান। ডেপুটি ডিরেক্টর থেকে পদোন্নতি পেয়ে জয়েন্ট ডিরেক্টর হন মো. হাসিবুল ইসলাম। লেকচারার থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন কৃষ্ণা রানী। মাদারিপুর ডিডাাব্লিউএফ নার্সিং কলেজের লেকচারার থেকে পদন্নোতি পেয়ে সহকারী পরিচালক (ফিন্যান্স এন্ড কমিউনিকেশন) হন বেল্লাল হোসাইন। লেকচারার থেকে পদোন্নতি পেয়ে সহকারী পরিচালক (একাডেমিক) হন আব্দুল মান্নান। কমিউনিকেশন কো-অর্ডিনেটর থেকে পদোন্নতি পেয়ে এডমিন অফিসার হন মো. মামুন সিরাজুল হক। পটুয়াখালীর জহির-মেহেরুন নার্সিং কলেজের অতিরিক্ত পরিচালক থেকে পদোন্নতি পেয়ে পরিচালক (ফিন্যান্স, কমিউনিকেশন অ্যান্ড অডিট) হন মো. মহিউদ্দিন। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট পান রাজধানী নার্সিং কলেজের কোর্স কো-অর্ডিনেটর মানস কুমার নাথ, জহির-মেহেরুন নার্সিং কলেজ পটুয়াখালীর সাব্বির হোসেন। এর আগে অরিয়েন্টেশন প্রোগ্রাম অন রিভাইজড অ্যান্ড আপডেটেড কারিকুলাম ফর ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং, এক্সামিনেশন সিস্টেম অ্যান্ড কোর্স অর্ডিনেস-এর বিষয়ভিত্তিক মার্কিং এর উপর দলগত (গ্রুপ ওয়ার্ক) কাজ করেন অংশগ্রহণকারীরা। পরে তারা তা উপস্থাপন করেন। এরপর ব্যবহারিক পরীক্ষা নেয়ার পদ্ধতি উপরে ডেমোনেস্ট্রেশন দেন শিক্ষকরা। এরপর সমপানী হয় চার কলেজের শিক্ষকদের গান ও কৌতুককের মধ্য দিয়ে। ডিডাব্লিউফ গ্রুপের আয়োজনে রাজধানী নার্সিং কলেজ, ডিডাব্লিউফ নার্সিং কলেজ, জহির-মেহেরুন নার্সিং কলেজ, মাদারিপুর ডিডাব্লিউফ নার্সিং কলেজের ৬০জন শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে ওই প্রশিক্ষণ শুরু হয়।