উৎসবমুখর বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে বরিশাল জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। তবে ক্ষমতাসীন দলের সরকারী কৌশুলীদের ব্যালট দেখিয়ে ভোট দিতে বাধ্য করার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্যানেলের সদস্যরা।
জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি, সম্পাদক, ২টি সহসভাপতি, ২টি যুগ্ন সম্পাদক, অর্থ সম্পাদক এবং নির্বাহী সদস্যের ৪ পদসহ কার্যকরী কমিটির ১১টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
আওয়ামী সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে সভাপতি পদে ফয়জুল হক ফয়েজ ও সম্পাদক পদে দেলোয়র হোসেন মুন্সিসহ ১১ পদে এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে এস.এম সাদিকুর রহমান লিংকন ও সম্পাদক পদে আবুল কালাম আযাদ ইমন সহ ১১টি পদে এবং গণতান্ত্রিক আইনজীবী পরিষদ থেকে শুধুমাত্র সভাপতি পদে হিরন কুমার দাস মিঠু প্রতিদ্বন্দ্বি ছিলেন।