এ সংসদের কারোর লজ্জা নেই: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সারা দেশের জনগণের তিরস্কারের মধ্য দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন। এ সংসদের কারোর লজ্জা নেই।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি ডামি সংসদ বাতিল এবং এক দফা দাবি বিষয়ক মানববন্ধনে এসব মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
বাংলাদেশের কোষাগার কেন শূন্য—এই প্রশ্ন রেখে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, লুটপাট করে দেশে বিনিয়োগ না করে বিদেশে অর্থ পাঠায়। কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘লড়াইয়ের কৌশল পরিবর্তন হয়। কিন্তু লড়াই চলমান, লড়াই থেমে নেই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বিএনপি গণতন্ত্র উদ্ধারে লড়াই করে যাচ্ছে। শতকরা ৭–৮ শতাংশ মানুষ ভোট দিয়েছে। বাকি ৯৪ শতাংশ মানুষ কে চায় না।’
৭–৮ শতাংশ শ্রমজীবী মানুষকে জোর করে ভোটকেন্দ্রে নিয়ে গেছে সরকারি দল–এ দাবি করে গয়েশ্বর বলেন, ‘জনগণকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেন, তা না হলে ক্ষোভ বিস্ফোরিত হবে। এই সরকার বাংলাদেশের সরকার নয়, এ সরকার রাশিয়া ও ভারতের সরকার।’