এএফসি কাপ স্থগিত

করোনাভাইরাসের কারণে এএফসি কাপ স্থগিত করেছে এশিয়ান ফুটবল কাউন্সিল।
১৪ থেকে ২১ মে এএফসি কাপের ডি গ্রুপের ম্যাচ হওয়ার কথা ছিল মালেতে। কিন্তু দক্ষিণ এশিয় অঞ্চলের করোনা পরিস্থিতিতে সেটি আটকে গেল।
এফসির অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ‘এএফসি গ্রুপ পর্বের খেলা পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত স্থগিত থাকবে।’
এএফসি বলছে, ‘যেসব ক্লাব মালদ্বীপে চলে গেছে তাদের কভিড প্রটোকল মেনে নিজ দেশে ফিরতে হবে। একইসঙ্গে যারা এখনো মালদ্বীপে যায়নি তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এএফসি এবং তাদের ভ্রমণ বাতিলের কথা বলা হচ্ছে।’
টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় এখন মালদ্বীপ যেতে হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে।
‘ডি’ গ্রুপে বসুন্ধরার সঙ্গী ছিল এটিকে মোহনবাগান, মাইজা এসআরসি এবং বেঙ্গালুরুর এফসি ও ক্লাব ঈগলসের মধ্যে জয়ী দল।
রবিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় মালদ্বীপে যাওয়ার জন্য প্রস্তুত ছিল বসুন্ধরা। কিন্তু দুপুর ১টায় তাদেরকে টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়ে দেওয়া হয়।