একদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩০ জন

একদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩০ জন

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে আটজন, বগুড়ায় চারজন, সিরাজগেঞ্জের তাড়াশে চারজন, হবিগঞ্জের নবীগঞ্জে তিনজন, ময়মনসিংহের ত্রিশালের তিনজন, ব্রাহ্মণবাড়িয়া সদরে দুইজন, গাজীপুর পুবাইল ও শুকুন্দিরবাগে দুইজন, ঝিনাইদহের কালীগঞ্জে একজন, রাজশাহীর মোহনপুরে একজন, চট্টগ্রামের ফটিকছড়িতে একজন এবং রাজধানী ঢাকার কাওরান বাজারে একজন নিহত হয়েছেন।

আজ শনিবার (১৬ জুলাই) ভোর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। 

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা ও ছেলে-মেয়ে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বাশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।

এর আগে একই উপজেলায় ভোরে আরেক দুর্ঘটনায় চারজন বাসযাত্রী নিহত হন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দেয়।

আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বগুড়া: বগুড়ায় প্রাইভেটকার ও মিনি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলী ও তার ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সাড়ে ৮টার দিকে জেলার কাহালু উপজেলার দরগাহাট এলাকার বগুড়া-নওগাঁ মহাসড়কে সজল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নের তনছের আলী (৬০) ও তার ছেলে টগর আলী (৩৫), একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান বিজয় (৩৫) এবং প্রাইভেট কার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)। এতে শাকিল (২০) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগেঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের খালকুলা এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আনসার বাহিনীর পিসি আব্দুল আজিজ রয়েছেন। তিনি রাজশাহীর বাগমারা থানার সোনাডাঙ্গা গ্রামের মৃত আতাবর রহমানের ছেলে ও পাবনার রূপপুর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরত ছিলেন। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলা বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলতপুর গ্রামের সিএনজি চালক রব্বান মিয়া (৪০)। আহতরা হলেন- বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়েশা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত ও এক নবজাতক আহত হয়েছেন। শনিবার দুপুর ২টায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রাম থেকে জাহাঙ্গীর আলম (৩৫) তার আট মাসের অন্তসত্বা স্ত্রী ও আড়াই বছরের কন্যা সন্তানকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করার জন্য ত্রিশাল পৌর এলাকায় আসেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ট্রাকটি চাপা দেয়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম, তার স্ত্রী রত্না বেগম (২৬) ও তার মেয়ে জান্নাত নিহত হন। রত্না বেগমের পেটে থাকা নবজাতক শিশু চাপ খেয়ে রাস্তায় প্রসব হয়। নবজাতক মেয়ে বাচ্চাটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক নবজাতক বাচ্চাটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। 

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ব্যবসায়ী বিল্লাল হোসেন (৪৫) ও অটোরিকশাচালক চাঁন মিয়া (৫০)। বিল্লালের বাড়ি কসবা উপজেলার খাড়েরা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদু মিয়ার ছেলে। চাঁন মিয়ার বাড়ী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামে।

গাজীপুর: গাজীপুর মহানগরের পুবাইল এবং শুকুন্দিরবাগ এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোরে পুবাইলের কলেজ গেট এলাকায় ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার এক যাত্রী নিহত হন। সকাল সাড়ে ১০টায় শুকুন্দিরবাগ এলাকায় দুই অটোরিকশার সংঘর্ষে নিহত হন একজন। 

নিহতরা হলেন—শেরপুর জেলা সদর থানার মাঝপাড়া গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মনিরুজ্জামান মনির (৩৮) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার কেরানিনগর গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে ইব্রাহিম হোসেন (৩৩)।

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসচাপায় জুয়েল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সুলতানা রুমা (২৬)। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে শারমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।শনিবার সকাল ৮টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ফটিকছড়ির মির্জারহাটের দক্ষিণ কোর্টবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভূজপুর থানার এসআই সুমন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা: রাজধানীর কাওরান বাজার পান্থপথ মোড়ে বাসের ধাক্কায় রিকশা আরোহী ইব্রাহিম বিশ্বাস (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ জুলাই) ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ইব্রাহিম বরিশাল উজিরপুর উপজেলার সাতলা গ্রামের কৃষক সান্টু বিশ্বাসের ছেলে।