এখনও ছাড়েনি ঢাকা-বরিশাল রুটের লঞ্চ
গত শনিবার (৩১ জুলাই) রাত ৮টা থেকে রোববার (১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলাচলের নির্দেশনা দেওয়া হলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় বরিশাল নদীবন্দর থেকে ছাড়েনি ঢাকা-বরিশাল রুটের লঞ্চগুলো।
তবে, অভ্যন্তরীণ রুটের কিছু লঞ্চ চলাচল করছে বরিশালে।
রোববার সকালে বরিশাল নদীবন্দরে গিয়ে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেলেও বন্দরে নোঙর করা সাতটি লঞ্চের স্টাফরা যাত্রী পরিবহনে অস্বীকৃতি এবং এত অল্প সংখ্যক যাত্রী পরিবহনে খরচ পোষাবে না বলে জানায়।
সুরভী লঞ্চ কোম্পানির পরিচালক রিয়াজুল কবির বলেন, প্রশাসন থেকে আমাদের লঞ্চ ছাড়ার কথা বলা হয়েছে। তবে, লঞ্চ ছাড়তে হলে আমাদের দুইজন প্রথম শ্রেণির সুকানী, দুইজন সারেং এবং দুইজন গ্রিজারসহ আরও কিছু লোক দরকার, কিন্তু তারা এই মুহূর্তে এরা নেই। তাছাড়া একটি লঞ্চ ঢাকা যেতে ৬০ থেকে ৭০ ব্যারেল তেল দরকার হয়। যাত্রী না হলে আমরা কীভাবে ছাড়বো লঞ্চ। লোকসান করে লঞ্চ চালানো সম্ভব নয়।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, কাঙ্ক্ষিত যাত্রী না হওয়ায় বরিশাল থেকে কোনো লঞ্চই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে বরিশাল নদীবন্দর থেকে ভোলাসহ বিভিন্ন অভ্যন্তরীণ রুটে ৫টি লঞ্চ যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করেছে। তবে বরিশাল নদীবন্দরে ঢাকার উদ্দেশ্যে আসা যেসব যাত্রী রয়েছেন তাদের ঢাকায় পৌঁছানোর জন্য বরগুনা থেকে অভিযান ১০ ও রাজারহাট বি নামে দুইটি লঞ্চ আসছে, যেগুলো বরিশাল নদীবন্দরে নোঙর করে বরিশালের যাত্রীদের ঢাকায় নিয়ে যাবে।
এদিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে ঢাকাসহ অভ্যন্তরীণ রুটে বাস চলছে।