এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান গ্রেপ্তার, দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের নির্দেশ

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান গ্রেপ্তার, দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের নির্দেশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (তারিখ) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত তার রিমান্ড এবং জামিন আবেদন উভয়ই নামঞ্জুর করে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে।

মতিউর ও তার স্ত্রী লায়লা কানিজের বিরুদ্ধে অভিযোগ:

সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়ে ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদ গোপন এবং ১৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

মামলায় দুদক আইন, ২০০৪ এর ২৬(২), ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২), এবং দণ্ডবিধির ১০৯ ধারা অন্তর্ভুক্ত।

মতিউরের মেয়ে ফারজানা রহমান ইস্পিতা, স্ত্রী ও তার বিরুদ্ধে অভিযোগ:

৫৩ কোটি ৪১ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ।

ছাগলকাণ্ডে জড়িত আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও মতিউরের বিরুদ্ধে অভিযোগ:

৪২ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।

মতিউর রহমানকে গত ১৪ জানুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর অস্ত্র আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, মতিউর রহমানের সম্পদ ও তার উৎস সম্পর্কে জানতে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

আসামিপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান বলেন, রিমান্ডের যৌক্তিকতা নেই এবং তিনি জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়ার প্রস্তাব করেন। তবে আদালত এই আবেদন নামঞ্জুর করেন।