এবার করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত তথ্যমন্ত্রী

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে মহান আল্লাহর কৃপায় এখনো ভালো অনুভব করছি। সবাই আমার জন্য দোয়া করবেন সে অনুরোধ করছি।

ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই এ কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ মকবুল হোসেন জানান, শারীরিকভাবে খারাপ বোধ করায় শুক্রবার সন্ধ্যায় তথ্যমন্ত্রী হাসপাতালে যান। সেখানেই তার করোনা পরীক্ষা করানো হয় এবং রাতে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বলেন, ‘করোনার সাধারণ উপসর্গগুলোই তথ্যমন্ত্রীর মধ্যে আছে। গতকাল রাতে শরীর একটু খারাপ ছিল। অক্সিজেন লেভেলও কমে গিয়েছিল। তবে, এখন তিনি ভালো আছেন।’

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৬২৩ জন।


ভোরের আলো/ভিঅ/১৭/২০২০