এবার বরিশালে যমজ তিন কন্যা ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

এবার বরিশালে যমজ তিন কন্যা ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

নারায়ণগঞ্জের পর এবার বরিশালে একসঙ্গে তিন কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পদ্মা সেতুর সঙ্গে মিল রেখে তাদের নাম রাখা হলো স্বপ্ন, পদ্মা ও সেতু। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিন কন্যা শিশুর জন্ম হয়।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার বাদলপাড়ার বাসিন্দা বাবু সিকদারের স্ত্রী নুরুন্নাহার বেগম তিন কন্যা সন্তানের জন্ম দেন।

জানা গেছে, বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৭টায় নুরুন্নাহার বেগমকে হাসপাতা‌লে ভর্তি করা হয়। সকাল ৯টার দিকে সিজারের মাধ্যমে জন্ম নেয় ওই তিন নবজাতক। তারা সকলেই কন্যা।

নবজাতকদের বাবা বাবু সিকদার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাত্র দুদিন আগে আমার তিন কন্যা পৃথিবীর মুখ দেখেছে। তাদের নিয়ে অনেক স্বপ্ন। আমার তিন কন্যা আমাদের মুখে হাসি ফুটিয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকে যারা আমার তিন কন্যাকে দেখতে এসেছেন তারাই বলেছেন তাদের নাম যেন পদ্মা সেতুর সাথে মিল করে রাখি। পদ্মা দেশের গর্ব, অহংকার। দক্ষিণাঞ্চলবাসীর মুক্তির প্রতীক পদ্মা সেতু। তাই এই সেতুর সাথে মিল রেখে তিন কন্যার নাম রাখলাম স্বপ্ন, পদ্মা ও সেতু।

তিন শিশুর মধ্যে দুজনের ওজন দেড় কেজি করে এবং একজনের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এ ছাড়া মা ও নবজাতক তিনজন সুস্থ আছেন বলে জানিয়েছেন ডা. মুন্সী মুবিনুল হক।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুন নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে একটি বেসরকারি হাসপাতালে তিন কন্যা শিশুর জন্ম হয়। তাদের বাবা পেশায় ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে তিন শিশুর নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু। এ সংবাদে খুশি হয়ে তাদের শুভেচ্ছা ও উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।