এবার বাঘের সঙ্গে তামিমের লড়াই

এবার বাঘের সঙ্গে তামিমের লড়াই

এবার ক্রিকেটার তামিম ইকবাল মাঠে নয়, লড়াইয়ে নামলেন বাঘের সঙ্গে। আশ্চর্য হলেও সত্যি, রশি হাতে বাঘের সঙ্গে শক্তি পরীক্ষা দিয়েছেন বাংলাদেশের এই ক্রিকেটার।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন তামিম। ক্যাপশনে লিখেছেন, ‘যথেষ্ট শক্তিশালী নই।’

ভিডিওতে দেখা যায়, কাঠ ও কাচের বেষ্টনিতে বন্দি বাঘ একা লড়লেও তামিমরা ছিলেন দুজন। এক পাশে রশি হাতে তামিম ও তার আরেক সঙ্গী। অন্য পাশে রশি মুখে বাঘ। শক্তি পরীক্ষায় একবার বাঘ এগিয়ে যায় তো আরেকবার তামিমরা।  
বাঘের সঙ্গে রশি যুদ্ধের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেও বেশিক্ষণ সময় লাগেনি। অনেক ফলোয়ার ভিডিওর নিচে তাদের মন্তব্য জানিয়েছেন।