এবি ব্যাংকের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ বরিশালে

বরিশালে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করলো এবি ব্যাংক।
রবিবার ২৯ জানুয়ারী বিকেলে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এবি ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে বরিশাল জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ এ বিতরণ কর্মসূচী শুরু করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ শওকত ওসমান ও মোঃ হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেড-এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।