এভারেস্ট অভিযানে যাওয়া এক অভিযাত্রী করোনায় আক্রান্ত

মাউন্ট এভারেস্ট অভিযানে যাওয়া নরওয়ের এক অভিযাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবরে পর্যটকভাটার শঙ্কায় পড়েছে নেপাল।
করোনার প্রাদুর্ভাবে গত বছর থেকে সারা বিশ্ব যখন নাকাল, তখন নেপাল অনেক বিধিনিষেধ আরোপ করে পর্বতারোহীদের আস্থা অর্জনের চেষ্টা করে।
কভিড-১৯ পজিটিভ হওয়া আরোহী এরলেন্ড নেস ফেইসবুক মেসেজে এএফপিকে বলেছেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। এখন ঠিক আছি। হাসপাতালের কর্মীরা বেশ ভালো দেখাশোনা করছেন।’
আল-জাজিরা জানিয়েছে, বেস ক্যাম্পে কয়েক দিন কাটানোর পর নেসকে হেলিকপ্টারে করে নামানো হয়। সেখান থেকে নেপালের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
করোনা মহামারীর কারণে গত বছর এভারেস্টে আরোহণ বন্ধ করে দেওয়া হয়। এ বছরই তা আবার খুলে দেওয়া হলে ৩৭০ জন আরোহীকে এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। ঘটনার পর পর্বতারোহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অন্যদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলছেন।
একজনের দেহে করোনা পাওয়া যাওয়ায় এখন কর্মকর্তারা সতর্ক থাকছেন, যাতে বাকি আরোহীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন। তা ছাড়া ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতায়ও একটি অস্থায়ী মেডিকেল ইউনিট স্থাপন করা হয়েছে।
নেপালের সবচেয়ে বড় অভিযান অপারেটরের চেয়ারম্যান মিংমা শেরপা বলেন, করোনা ধরা পড়লেও বাকি আরোহীরা অভিযান বাতিল করবেন না। তারা আরোহণ অব্যাহত রাখবেন। বেজক্যাম্পে পৌঁছানোর পর রণে ভঙ্গ দেওয়ার কোনো মানে হয় না।