এমপিদের পদত্যাগে হারজিতের কিছু নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এমপিদের পদত্যাগে বিএনপির হারজিতের কিছু নেই। আমরা এই সংসদ বাতিল ও সরকারের পদত্যাগ দাবি করেছি। এটা গোটা দেশের জনগণের দাবি। এই দাবির প্রেক্ষিতে আমাদের সংসদ সদস্যরা মনে করেছেন যে, এই সংসদে তাদের আর থাকা উচিত হবে না। এজন্যে তারা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং স্পিকারের নিকট আজ তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখানে তো বিএনপির হারজিতের কিছু নেই।
আজ সন্ধ্যার পর রাজধানীতে কারারুদ্ধ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় খোঁজ-খবর নিয়ে ফেরার সময় তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রীর ‘বিএনপি- সরকারের পদত্যাগ চাইতে গিয়ে নিজেরাই পদত্যাগ করে ফেলেছে’- এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন ড. মোশাররফ।
এর আগে বিএনপির এই নীতি নির্ধারক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় তার সহধর্মিনী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করে খোঁজ-খবর নেন। এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা অ্যাডভোকেট আবেদ রাজা ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।
পরে উত্তরা থেকে ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য কারান্তরীণ মির্জা আব্বাসের বাসায় যান। সেখানে তার স্ত্রী ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সঙ্গে দেখা করেন এবং খোঁজ-খবর নেন।