এশিয়া কাপ শেষ জাদেজার

এশিয়া কাপ শেষ জাদেজার

হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে রবীন্দ্র জাদেজা। সুপার ফোরে তাই দেখা যাবে না ভারতীয় এই অলরাউন্ডারকে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন আরেক বাঁহাতি অলরাউন্ডার আক্সার প্যাটেল।

এক বিবৃতিতে বিষয়টি জাদেজার চোট ও প্যাটেলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চোটাক্রান্ত জাদেজা এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। বিসিসিআই নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘রবীন্দ্র জাদেজা ডান পায়ে একটি চোট পেয়েছে এবং এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তিনি এই মুহূর্তে বিসিসিআইয়ের মেডিকেল টিমের তত্ত্বাবধায়নে রয়েছেন। তার পরিবর্তে দলে এসেছেন স্ট্যান্ডবাইতে থাকা ক্রিকেটার আক্সার প্যাটেল। দ্রুতই দুবাইতে দলের সঙ্গে যোগ দেবেন প্যাটেল।’

জাদেজা এবারের এশিয়া কাপে দারুণ ছন্দে ছিলেন। পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের ম্যাচে ২৯ বলে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। হংকংয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং করার প্রয়োজন না পড়লেও বল হাতে মাত্র ১৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন জাদেজা।