এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বোর্ড

এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বোর্ড

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর চলতি বছরের এসএসসি পরীক্ষা নেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো। এমনকি পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজও শেষ হয়ে গেছে। চলতি সপ্তাহে প্রশ্নপত্রও জেলা পর্যায়ে পাঠানো হবে। এমন অবস্থায় এসএসসি পরীক্ষা আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন শুরু করা হতে পারে জানা গেছে।

সূত্র বলছে, আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে সময়সূচিও (রুটিন) প্রকাশ করা হবে। শুধু তাই নয় উল্লেখিত সময়ের মধ্যে যদি এসএসসি পরীক্ষা শুরু হয় তাহলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুরও সম্ভবনা রয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ জানান, শিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিলে নভেম্বর মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে এসএসসি পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে। যদি এ সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু করা যায় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা শুরুর দিন চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে এবার সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে।