এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শুক্রবার

এসএসসির ফল পুনর্নিরীক্ষার আবেদন শুক্রবার

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে শুক্রবার। ৬ জানুয়ারি পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। আগ্রহীদের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি বলেন, যেসব পরীক্ষার্থী আশা করছে তার ফল আরো ভাল হতে পারতো সেসব শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবে। পুনর্নিরীক্ষণের আবেদনের বিস্তারিত শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এবছর এসএসসি পরীক্ষায় পাসের হার অন্য যেকোনো বছরের ফলকে ছাপিয়ে গেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩.৫৮ শতাংশ। যা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ