এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ববি উপাচার্যের অভিনন্দন

জাতিসংঘের সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দারিদ্রতা দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ সঠিক পথে অগ্রসর হওয়ায় প্রধানমন্ত্রীকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই পুরস্কার প্রধানমন্ত্রীকে আরও অনুপ্রেরণা জোগাবে এবং তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশ টেকসই উন্নয়নের মহাসড়কে অনেক দূর এগিয়ে যাবে। বিবৃতিতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সুস্বাস্থ্য, দির্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন উপাচার্য।