ওমিক্রন আসার পর বৃদ্ধি পেয়েছে সংক্রমণ

ওমিক্রন আসার পর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক মতবিনিয়ম সভায় এ কথা বলেন তিনি।
নাজমুল হক জানান, ওমিক্রনে ঢাকা মেডিকেলে রোগির সংখ্যা বেড়েই চলছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত রোগি ৬ গুন বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, মহামারি করোনা প্রতিরোধে ঢাকা মেডিক্যাল হাসপাতালে গত এক বছর ৫ লাখ করোনা টিকা দেয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষকে এখানে করোনা টিকা দেয়া হয়।
তিনি আরও বলেন গত বছর ২০২১ সালে ৭ লাখ ৩০ হাজার রোগী দেখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগে। এছাড়া জরুরী বিভাগে দেখা হয়েছে আড়াই লাখের বেশি রোগীকে। গত এক বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজারের বেশি রোগী ।
ঢামেক পরিচালক আরও জানান, প্রায় ১৯ হাজার বড় অপারেশন হয়েছে। এছাড়া প্রায় ২৪ হাজার ছোট অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। করোনামহামারির এমন সঙ্কটজনক সময়ে ঢামেকে কোভিড রোগী ভর্তি হয়েছে ১৭ হাজার ৬০০ জন।